তাড়াশ

তাড়াশে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

” স্মার্টফোনে আসক্তি পড়াশোনার ক্ষতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত¡বধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় তাড়াশে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ও পুরুস্কার বিতরণ করা হয়েছে।

 

৩০ শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মেজবাউল করিমের সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাগিব মাহ্ফুজ, উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, বিএডিসি’র প্রকৌশলী ইমাম হোসেনসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান সমুহের প্রধানগণ এবং ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
মেলায় তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, তাড়াশ সরকারী বালিকা উচ্চবিদ্যালয়, বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয়সহ তিনটি স্তরে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।

 

দিন ব্যাপি এ মেলার বিচারকদের বিচারের ভিত্তিতে গ্রথম স্থান, দ্বীতীয় স্থান ও তৃতীয় স্থান নির্ধারণ করে তাদেরকে পুরস্কৃত করা হয়।