তাড়াশে ২সাংবাদিকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
তাড়াশ উপজেলা প্রতিনিধি:
চলো যাই যুদ্ধে, দূর্নীতির বিরুদ্ধে এই শ্লোগানে সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্মের হোতা দৈনিক যায়যায় পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক আহমেদ, এশিয়ান টিভি’র চলনবিল প্রতিনিধি আব্দুর রব বুলবুল এবং ঘুষখোর, প্রতারক, ভূমিদস্যূ মির্জা আব্দুর রশিদ বকুল গংদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে উপজেলার মাগুরা ইউনিয়নের দিঘীসগুনা গ্রামবাসী।রবিবার সকালে তাড়াশ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শতাধিক এলাকাবাসী।
মানববন্ধনের সময় এলাকাবাসী সচেতন মহলের কাছে তাদের বিরুদ্ধে শাস্তির দাবী করেন এবং একটি লিফলেট বিতারণ করেন।মানববন্ধনে বক্তরা বলেন, গ্রামের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের টাকা আত্মসাৎ, ব্যাংকের লোনারদের কাছ থেকে ঘুঘ এবং লোনের টাকা আত্মসাৎ, বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বাণিজ্য, বিভিন্ন জায়গা জমি জবর দখল, বিদ্যালয়ের জায়গা বিক্রিসহ সর্বস্তরের মানুষের সকল প্রকার ক্ষতি সাধন করাই তাদের কাজ।
মানুষকে জিম্মি করে বিপদে ফেলে তাদের কাছে ঘুষ নেওয়া এবং সকল প্রকার সমাজ বিরোধী কর্মকান্ড করাই তাদের আসল কাজ। এমন আরো অনেক কর্মকান্ড আছে যা সভ্য সমাজ তাদের এই অসভ্য আচরণকে ভয় করে মুখ বুজে থাকে। আসুন এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে সর্বস্তরের বিবেকবান মানুষদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। যাতে করে আর কোন নিরহ মানুষকে বিপদে ফেলতে না পারে।