তাড়াশে ১৩ কেজি কাঁচা গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বুধবার রাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এ সময় ওই ব্যক্তির কাছে থেকে ১৩ কেজি কাঁচা গাঁজা, ০১ টি মোবাইলসেট ও ০১টি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্প থেকে বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটক ব্যক্তি হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর নদীপাড়াস্থ মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ আব্দুল হামিদ (৪২)। র্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপস্ধসঢ়; অফিসার এবং সিপিএসসি সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে একটি দল অভিযানে নামে।
এ সময় গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীদের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।পরে তার বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।