তাড়াশ

তাড়াশে ১সন্তানের জননীর গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা


লুৎফর রহমান, তাড়াশঃ


সিরাজগঞ্জের তাড়াশে তানিয়া খাতুন (২৪) নামের ১ সন্তানের জননী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে । সে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে রন্জু মিয়ার স্ত্রী।


বিষযটি নিশ্রিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সোলায়মান আলী।


৭(মে) সোমবার সকালে উপজেলা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,সলংগা থানার চুনিয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে তানিয়ার সাথে ৬ বছর আগে তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে রহুল আমিনে ছেলে রন্জু মিয়ার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলোহ চলছিল। এরই জের ধরে গতকাল রাতে তাদের ঝগড়াবিবাদ শুরু হলে তানিয়ার স্বামী রনজু তার স্ত্রীকে দেধর মারপিট করে। এতে তানিয়া অভিমান করে সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।


এ বিষয়ে তাড়াশ থানা ওসি ফজলে আশিক, জানান খোঁজ খবর নিয়ে জেনেছি সে পেটের ব্যাথায় অসুস্থ ছিল গুরতর অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।