প্রেমকে স্মরণীয় করতে তাড়াশে হাতিতে চড়ে বিয়ে
লুৎফর রহমান, তাড়াশ:
কলেজে পড়তে গিয়ে প্রেম। আর সে প্রেম কে স্মরণীয় করতে হাতিতে চড়ে বর এসছেন বিয়ে করেতে। এ নিয়ে রীতিমতো হৈ হৈ রৈ রৈ কান্ড বেঁধে যায়। এলাকার উৎসুক জনতা এক নজর বরকনে কে দেখতে বিয়ে বাড়িতে ভিড় জমায়। মুহুর্তেই বিয়ের আসর পরিপূর্ণ হয়ে যায় হাজারো জনতায়।
আজ(রবিবার) ১৬ মে এমন একটি বাদশাহী বিয়ে সম্পন্ন হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকড়শোন গ্রামে।
জানা যায়, তাড়াশ উপজেলার ধামাইচ গ্রামের জুব্বার মন্ডলের ছেলে সাগর মন্ডল(২৪) ও মাকড়শোন গ্রামের মো: তোজাম্মেল প্রামানিকের মেয়ে তালজিলা আকতার বীথি (২৪) পার্শ্ববর্তী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার শহীদ শামসুজ্জোহা অনার্স কলেজের ইসলামের ইতিহাসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কলেজে পড়া অবস্থায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর প্রেম কে স্মরণীয় করে রাখতে তারা সিদ্ধান্ত নেন হাতিতে চড়ে বিয়ে করার।
সে অনুযায়ী বর সাগর মন্ডল দুপুর দুই টায় হাতিতে চড়ে বিয়ে করতে আসেন আট কিলোমিটার দুরে মাকড়শোন গ্রামের কনে তালজিলা আকতার বীথির বাড়িতে। সেখানে দুই লাখ টাকার দেনমোহরে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ের আসরে কথা হয় বর সাগর মন্ডলের সঙ্গে। তিনি লাজুক হেসে বলেন, সবইতো জানেন। প্রেম কে স্মরণীয় করতে স¤্রাট শাজাহান তাজমহল গড়েছেন। সেখানে তো আমাদের এটি একটি ক্ষুদ্র প্রয়াস।
বরযাত্রী রঞ্জু শেখ বলেন, এ ধরনের একটি বিয়েতে বরযাত্রী হতে পেরে আমরা ভীষণ আনন্দিত।
এ খবর পেয়ে হাজার হাজার মানুষ বিয়ের আসরে ভিড় করতে থাকে। তাদের সামলাতে কণে পক্ষ কে রীতিমতো হীমশিম খেতে হয়।
লুৎফর রহমান
তাড়াশ সিরাজগঞ্জ
তারিখ ১৭-০৫-২০২১খ্রিঃ