তাড়াশে হাটে ২৫মেট্রিক টন ধান কিনলেন ইউএনও
হাদিউল হৃদয়, তাড়াশ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হাটে গিয়ে সরাসরি
কৃষকদের কাছ থেকে ধান কিনেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
ইফফাত জাহান। মঙ্গলবার (২৮ মে) বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার তালম ইউনিয়নের গুল্টা হাটে ২৫ জন কৃষকের কাছে থেকে ২৫মেট্রিক টন ধান কিনেন তিনি। সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পেরে এসময় সন্তোষ প্রকাশ করেন কৃষকরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপজেলা এলএজডি কর্মকর্তা ফরিদুল, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, তালম ইউপি চেয়ারম্যান আব্বাসউসজামান, ইউপি সদস্য আবু তালেব প্রমূখ। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা থেকে এ বছর মোট ৫৫০মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। যার প্রতি কেজি মূল্য ২৬ টাকা দরে ১০৪০ টাকা মণ দেওয়া হবে কৃষকদের। কৃষক আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি বলেন, ধানের দাম নিয়ে হতাশায় ছিলাম। এখন সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনায় আমরা ন্যায্যমূল্য পাচ্ছি। এভাবে ধান কিনলে আমাদের উপকার হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান বলেন, কঠোর পরিশ্রম করে ফসল ফলানোর পরেও ন্যায্য দাম পান না কৃষকরা। এবার ধান সংগ্রহে কোনো মধ্যস্বত্বভোগী যেন সুযোগ নিতে না পারে।কৃষকের দুর্ভোগ লাঘবে হাটে হাটে গিয়ে ধান কেনা হবে বলেও জানিয়েছেন তিনি।