তাড়াশ

তাড়াশে স্বেচ্ছায় রক্তদান সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে স্বাস্থ্য বিধি মেনে স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মে ) তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পবিত্র মাহে রমজানের ২৬ তম দিনে বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে ওই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনায় করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুম আহম্মেদে। সংগঠনের সভাপতি দেলবার আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি, তাড়াশ প্রেসক্লাব সভাপতি প্রভাষক সনাতন দাস, সাবেক সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন তাপস, তাড়াশ ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল কাদের, তাড়াশ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান , সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিউটি রাজ, স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হক , সহ সভাপতি আল- আমিন আবির ও ইতি মিলন যুগ্ম-সম্পাদক মো. মিরাজ হাসান মুন্না, মো. সুলতান মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক মো. আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. নাজমুল হক মেহেদী, উপ-দপ্তর সম্পাদক মো. আসমানি আক্তার আঁখি প্রমূখ। পরে দেশ ও জাতীর কল্যান কামনা করে দোয়া করা হয়।

এ সময় তাড়াশ প্রেসক্লাব সভাপতি প্রভাষক সনাতন দাস বলেন, রক্তদান সংগঠনটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠনটি ২০২০ ইং সালে প্রতিষ্ঠিত হয়েছে। সদস্যদের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। যা ইতিমধ্যে উপজেলাসহ জেলায় বেশ সুনাম কুড়িয়েছে।