তাড়াশে স্বেচ্ছাসেবক লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
তাড়াশ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের তাড়াশের তালম ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে তালম ইউনিয়নের নামাসিলট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রথম অধিবেশনে তালম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াশ উপজেলা শাখার সহ সভাপতি মোঃ মোক্তার হোসেন মুক্তা, তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁন, তালম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উজ জামান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, অনুষ্ঠানের উদ্বোধন করেন তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফুল কবির লিমন। এ সম্মেলনের জাহিদুল ইসলাম কে সভাপতি ও মোঃ শাহিন আলম কে সাধারণ সম্পাদক নির্বাচিত।