তাড়াশে সাংবাদিকদের সম্প্রীতির সভা অনুষ্ঠিত
লুৎফর রহমান তাড়াশ ঃ
সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিক নেতার সাথে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ (অক্টোবর) শুক্রবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে তাড়াশের সাংবাদিকদের চারটি সংগঠনের নেতাদের সাথে সম্প্রীতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ। এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু। আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম,তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ,রিপোটার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক, মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারি খন্দকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ খান জয়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম।
সভায় সকল ভেদাভেদ ভুলে তাড়াশে চারটি সংগঠনের সাংবাদিকদের এক হয়ে কাজ করার জন্য সিরাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ আহবান জানালে, তারা সম্মতি জ্ঞাপন করেন।
এ লক্ষে তাড়াশ প্রেসক্লাবে সভাপতি সনাতন দাশ কে আহবায়ক করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়। সিরাজগঞ্জ প্রেসক্লাবের পরামর্শে আগামীতে তাড়াশে সাংবাদিকবৃন্দ ঐক্যবদ্ধ করার সভা আহবান করা হবে।