তাড়াশে সরকারি গাছ কাটলেন চেয়ারম্যানের ভাগ্নে
তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের ভাগ্নে আতিকুল ইসলাম কপিলের বিরুদ্ধে।
শনিবার (৭ মে) সকালে উপজেলার তালম ইউনিয়নের তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের কলামুলা নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
অভিযুক্ত আতিকুল ইসলাম কপিল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানের ভাগ্নে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে চেয়ারম্যানের ভাগ্নে কপিল তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের পূর্বপাশ থেকে বড় ইউক্যালিপটাস গাছটি কেটে নেন।
তবে অভিযুক্ত চেয়ারম্যানের ভাগ্নে আতিকুল ইসলাম কপিল দাবি করেন, জায়গাটি ব্যক্তিমালিকানাধীন। পাশেই গাছটি ছিল। গাছ কাটার সঙ্গে আমি জড়িত নই। গতকাল রাতে ঝড়ে গাছটি পড়ে গেছে। আমি সকালে ভূমি অফিসে খবর দিয়েছি ওরা এসে নিয়ে যাবেন।
তবে বিষয়টি জানা নেই তালম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ফিরোজ আহমেদের।
উল্লাপাড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, দ্রæত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, গাছটি জেলা পরিষদের। আমি উনাদের সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।