তাড়াশে শিয়াল মারার ফাঁদে পড়ে স্ত্রীর মৃত্যু
শিয়ালের উৎপাত থেকে রক্ষা পেতে মুরগির খামারে শিয়াল মারার জন্য ফাঁদ তৈরি করেছিলেন আবদুল খালেক। নিজের তৈরি সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর স্ত্রী মাজেদা বেগমের (৩৭)মৃত্যু হয়েছে।সোমবার(২৩জুলাই)সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাদারজানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল খালেক শিয়ালের উৎপাত থেকে মুরগি বাঁচাতে জিআই তারে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে ফাঁদ তৈরি করেন। প্রতিদিন রাতে ফাঁদ পেতে সকালে সংযোগ খুলে দেওয়া হতো। কিন্তু সকালে বিদ্যুৎ-সংযোগ না খুলে খামারে প্রবেশের সময় ফাঁদে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁর স্ত্রী মাজেদা। পরে আবদুল খালেক বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেখেন তাঁর স্ত্রী ঘটনাস্থলেই মারা গেছেন।
প্রতিবেশীরা বলেন, এই মর্মান্তিক ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। তবে লাশ দাফনের খবর তিনি জেনেছেন।
নিহত মাজেদার স্বামী আবদুল খালেক আক্ষেপ করে বলেন, সামান্য টাকার মুরগি রক্ষা করতে গিয়ে আজ আমি আমার বড় সম্পদ হারালাম। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না।