তাড়াশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
লুৎফর রহমান তাড়াশ ঃ
সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. মেজবাউল করিমের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) লায়লা জান্নাতুল ফেরদৌস, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক, বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মো. মোক্তার হোসেন মুক্তা, মো. বাবুল শেখ, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ।