তাড়াশে রাস্তার কাজে নিম্নমানের উপকরণ সামগ্রী, প্রতিবাদ করায় দেখে নেওয়ার হুমকী
লুৎফর রহমান,তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে রাস্তার সংস্কার কাজে নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহার করার প্রতিবাদ করায় এলাকার জনগণকে দেখে নেওয়ার হুমকী দিয়েছেন তাড়াশ প্রকৌশল অধিদপ্তরের কার্য্য সহকারী মো. আব্দুল মালেক মুক্তা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে তাড়াশ -কাটা গাড়ী জিসি সংস্কারাধিন রাস্তার তাড়াশ পৌর এলাকার ভাদাশ গ্রামে।
তাড়াশ উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে,সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রæভমেন্ট প্রজেক্ট (আরটিআইপি-২) প্রকল্পের আওতায় এবং বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক-আইডিএ’র অর্থায়নে তাড়াশ থেকে কাটাগাড়ী জিসি পর্যন্ত সাড়ে ৯ কিলোমিটার রাস্তা দরপত্রের মাধ্যমে সংস্কারের কাজটি পান টাঙ্গাইল জেলার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স দাস ট্রেডার্স। আর ওই রাস্তার সংস্কার ব্যয় ধরা হয় প্রায় ৮ কোটি ৪৭ লাখ ৩১ হাজার ৮৯৮ টাকা। কাজটি শুরু হয় গত ২০১৯ সালের ডিসেম্বর মাসে। চুক্তি মোতাবেক গত ২০২১ সালের এপ্রিল মাসে সংস্কার কাজ শেষ করার কথা।
জানা গেছে, তাড়াশ থেকে কাটাগাড়ী জিসি পর্যন্ত রাস্তার তাড়াশ পৌর এলাকার ভাদাশ গ্রামের মাঝে ওই রাস্তা সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করতে থাকে। এ সময় ভাদাশ গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম, মজনু ও হাসান আলীসহ অনেকেই নি¤œমানের উপকরণ সামগ্রী নিয়ে কথা বলেন ওই রাস্তার কাজ দেখা শোনার দায়িত্বে থাকা তাড়াশ প্রকৌশল অধিদপ্তরের কার্য্য সহকারী মো. আব্দুল মালেক মুক্তা সাথে। এক পর্যায়েমো. আব্দুল মালেক মুক্তা তাদের উপর চড়াও হন এবং তাদেরকে দেখে নেওয়ার হুমকী দেন। এ সময় তিনি বলেন, আপনারা কে, কাজের কি বোঝেন, এখান থেকে চলে যান, না গেলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং দেখে নিব।
ওই ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স দাস ট্রেডাসের মালিক হিল্টন সাহার সাথে এ বিষয়ে বারবার ০১৭১১-০৪৬৯২৫ নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেন না।
এ ব্যপারে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কার্য্য সহকারী মো. আব্দুল মালেক মুক্তা বলেন, রাস্তা নির্মানে কিছুটা মিক্সিনে (উপকরণ মেশানো) সমস্যা হতে পারে। তবে সে উপকরণ গুলো বেডে বিছানোর সময় ঠিক করে দেওয়া হচ্ছে।
বিষয়টি উপজেলা প্রকৌশলী মো. ইত্তেখারকে জানালে তিনি বলেন, বিষয়টি দুঃখ জনক। আমি বিষয়টি দেখছি।