তাড়াশে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ১
হাদিউল হৃদয়, তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশে পরীক্ষার কেন্দ্রে এক কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোজাহারুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
যৌন হয়রানির শিকার ওই ছাত্রীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তিনি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের বিএম শাখার ১ম বর্ষের শিক্ষার্থী। বুধবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় তাড়াশ সিনিয়র আলিম
মাদ্রাসা কেন্দ্রে কম্পিউটার প্রোগ্রামিং পরীক্ষা চলাকালে একই কলেজের কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলাম ওই ছাত্রীকে যৌন হয়রানি করে।
পরে ঘটনার বিষয়টি নিয়ে ওই ছাত্রী তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল বরাবর লিখিত
অভিযোগ দায়ে করলে অধ্যক্ষ জাফর ইকবাল বিষয়টি কলেজের ম্যানেজিং কমিটিকে অবগত করে অভিযুক্ত প্রদর্শক মোজাহারুল ইসলামকে পুলিশে সোপর্দ করেন।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বুধবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।