তাড়াশে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
লুৎফর রহমান তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক সংবাদ প্রকাশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই সোমবার সকালে তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে তাড়াশ বিশ্ব বিদ্যালয় কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাকির হোসেন জুয়েলে। সভাপতিত্বে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত ১৮ জুলাই সোমবার সিরাজগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিকে তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোযার হোসেন খান, ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎতের নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করার প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা বেগম মিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ ইউনিয়ন যুব লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
পরে তাড়াশ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।