তাড়াশে যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের তাড়াশে রুবেল হোসেন (২৫) নামের এক যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সকালে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের পশ্চিম পাড়ার একটি পুকুর পার থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ।
জানা গেছে রুবেল হোসেন ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
রুবেলের স্ত্রী খালেদা বেগম জানান, রাতে পরিবারিক বিষয়ে কথা কাটা কাটির পর অভিমান করে বাড়ি থেকে বেড় হয়ে যায়। তারপর থেকে আমরা অনেক খোঁজা খুজিরর পরও তার সন্ধান পায়নি।
সকালে স্থানীয়রা পুকুর পাড়ে ঝুলান্ত লাশ দেখার পর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ প্রসঙ্গে তাড়াশ থানা পুলিশ ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এলাবাসি ধারনা করছেন মৃত্যুটি রহস্য জনক।