তাড়াশ

তাড়াশে মাগুড়া বিনোদ ইউনিয়নে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ফুটবল খেলার উদ্বোধন

লুৎফর রহমান,তাড়াশ ঃ

সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস- ২০২১ উপলক্ষ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।

১৮(অক্টোবর) সোমবার বিকেলে নাদোসৈয়দপুর স্কুল মাঠে এন,আর,সি ক্লাবের আয়োজনের ফুটবল খেলার আয়োজন করা হয়।

ফুটবল খেলা প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের বর্তমান সফল চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক প্রভাষক মোঃ আতিকুল ইসলাম বুলবুল।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আব্দুস সালাম মাষ্টার, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রতন মীর, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ৮ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,আবু বক্কর সিদ্দিক, হান্নান মাষ্টার প্রমুখ।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে চেয়ারম্যান বুলবুল বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। ক্রিয়াই শক্তি ক্রিয়ায় বল। প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যুব সমাজ হচ্ছে আগামীর দিনের ভবিষ্যত। আমাদের আগের খেলা গুলো হারিয়ে যেতে বসেছে। মাদক থেকে সকলকে দূরে থাকার আহবান জানান তিনি।

খেলায় নাদোসৈয়দপুর বাজার পাড়া একাদশ ৩-২ গোল নাদোসৈয়দপুর দক্ষিনপাড়াকে পরাজিত করে।

বিজয়ী নাদোসৈয়দপুর বাজার পাড়া একাদকে মোবাইল ফোন ও ট্রফি তুলে দেন চেয়ারম্যান বুলবুল।