তাড়াশ

তাড়াশে মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে রাধাগোবিন্দ মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। দিন ব্যাপি অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সমাপ্তি সোমবার ভোর রাতে ।

অত্র মন্দিরের সভাপতি সঞ্জিত কর্মকার জানান, আজ তমাসাচ্ছন্ন কলির করাল গ্রাসে পাপ পঙ্কিলতায় নিমজ্জিত জীবকুল। হিংসা দ্বেষ, অনাচার অবিচার দগ্ধ বিদগ্ধ সমাজ, সংসার ও সারা বিশ্ব। আমরা সব প্রকার বালা মসিবত থেকে মুক্তির জন্য এবং বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যান কামনায় সেই শাশ্বত বিশ্ব শান্তি মহামন্ত্র ‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে’ পড়ে অখন্ড শ্রীশ্রী তারকব্রক্ষ মহানামাযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তনে ব্রত হয়েছি।

আশা করি তিনি আমাদের সকল আশা আকাঙ্খা পূর্ন করবেন। এ অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে এলাকার সকল শ্রেণীপেশার মানুষ সার্বিক সহযোগীতা করেছেন।