তাড়াশে মদ্যপানে বাধা দেওয়ায় গৃহবধূকে মারধর করেছে দুর্বৃত্তরা
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে বাড়িতে বসে মদ্যপান করতে না দেওয়ায় পার্বতী রাণী উরাঁও (৪২) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূকে পিটিয়ে মারাত্মক জখম করেছে দুবৃর্ত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষীরসিন গ্রামে এ ঘটনা ঘটে। পার্বতী রানী উরাঁও ওই গ্রামের অনিল চন্দ্র উরাঁওয়ের স্ত্রী। মঙ্গলবার সকালে নির্যাতিত গৃহবধু তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে একই গ্রামের বীরেশ চন্দ্র উরাঁও, মলিন চন্দ্র উরাঁও, কমল চন্দ্র সিং, পল্টু সিং, ব্রজেন্দ নাথ সিং, সুজ্জল উরাঁও, মিঠুন উরাঁও ও রঞ্জিত সিং দেশীয় চোলাই মদ নিয়ে মদ্যপান করার জন্য অনিলের বাড়িতে যায়। অনিল বাড়িতে না থাকায় এ সময় তারা অনিলের স্ত্রীকে বসার জায়গা ও মদ খাবার ব্যাবস্থা করে দিতে বলে। এতে অনিলের স্ত্রী রাজী না হওয়ায় তাকে বেধরক পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে মারাত্বক জখম করে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগের যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।