তাড়াশে ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী দিলেন এমপি আজিজ
লুৎফর রহমান, তাড়াশ:
সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও মানবতার ফেরিওয়ালা অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ তার নির্বাচনী এলাকায় ব্যাক্তিগত তহবিল থেকে গভীর রাত পর্য়ন্ত দিন মজুর ও অসহায় দুঃস্থ ৫’শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি আব্দুল আজিজ বলেন, করোনা ভাইরাসের কারণে নির্বাচনী এলাকার অনেক নি¤œ আয়ের লোকজন বাড়ি থেকে বের হতে না পেরে কর্মহীন হয়ে পড়েছে। এজন্য তারা উপার্জনও করতে পারছেনা। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক যতদিন প্রয়োজন ততদিন ওইসব দিনমজুর পরিবারকে ব্যাক্তিগত ও সরকারী উদ্দ্যোগে খাদ্য সামগ্রী ঘরে ঘরে
পৌছে দেয়া হবে।
শুক্রবার বিকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর, দেশীগ্রাম, গুল্টাবাজার, বিনসাড়া ও পৌর এলাকার উত্তর ওয়াবধা বাধ এলাকায় কর্মহীন দিনমজুর ও অসহায় দুঃস্থ পরিবারের মধ্য এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও লবণ ইত্যাদি।
ত্রাণ বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও প্রভাষক মর্জিনা ইসলাম, মাধাইনগর ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা, এমপির ব্যক্তিগত সহকারী কামরুল হক রাসেল ও সিরাজ সরকার প্রমুখ।