তাড়াশে বারুহাস ইউনিয়নের মানবিক সহায়তা জিআর-এর নগদ অর্থ বিতরণ
লুৎফর রহমান তাড়াশ :
সিরাজগঞ্জ তাড়াশে পবিত্র ঈদুর ফিতর উপলক্ষে বারুহাস ইউনিয়নে অসহায়, দু:স্থ ও হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা জিআর -এর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ মে) সকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ওই জিআর -এর নগদ অর্থ বিতরণ করেন। সরকারী বরাদ্দ থেকে হতদরিদ্র পরিবার ও দু:স্থদের মাঝে জিআর-এর নগদ অর্থ ৫’শ জনকে ৫’শ টাকা করে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাগিব মাহফুজ, ইউপি সচিব হেলাল উদ্দিন, ইউপি সদস্য আতাউর রহমান আতা,সংরক্ষিত নারী বিউটি পারভিন ও ইসমতারা খাতুন প্রমুখ।