তাড়াশে বসতঘর রক্ষায় এলাকাবাসীর বিক্ষোভ
হাদিউল হৃদয় ,তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে বিলীন হওয়া থেকে নিজেদের বসতঘর রক্ষার জন্য বিক্ষোভ করেছেন ২০টি পরিবার। সোমবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের বিরইল গ্রামের শামিম হোসেন ও আব্দুস সামাদ নামে দুই প্রভাশালীর বিরুদ্ধে পুকুর পাড়ে দাঁড়িয়েই বিক্ষোভে অংশ নেয় ভুক্তভোগী পরিবারগুলোর অর্ধ শতাধিক মানুষ। ভুক্তভোগী আকলিমা খাতুন, সাহেনা খাতুন, সেলিনা খাতুন, জোসনা খাতুন, মাফরোজা পারভিন, আবু তাহের, আয়নাল হক, জামাল উদ্দিন, ছাইফুল ইসলাম, নজরুল ইসলাম বলেন, দীর্ঘকাল যাবৎ তাদের
বসতঘরের সীমানা শামিম হোসেন ও আব্দুস সামাদ জোড়পূর্বক পুকুরের পাড় হিসেবে ব্যবহার করে মাছ চাষ করে আসছেন। ইতোমধ্যে তাদের সীমানার বেশ খানিকটা করে জায়গা পুকুরেই বিলীন হয়ে গছে। এর প্রতিকার চেয়ে তারা উপজেলা সহকারী কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগও করেছেন। অভিযুক্ত শামিম হোসেন ও আব্দুস সামাদ বলেন, পুকুড়ে পাড় বেধে মাছ চাষ করলে পাড় ঘেষে বসবাসরত অনেকেই ওই পাড়টিকে তাদের বসতঘরের সীমানা ভেবে সেখানে দৈনন্দিন কাজ করবেন। যে কারণে তিনি পাড় না বেধেই মাছ চাষ করছেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ বলেন, সরেজমিনে দেখে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।