তাড়াশে বইমেলা উদ্বোধন করলেন এমপি আজিজ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পাবলিক লাইব্রেরি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইফ্ধসঢ়;ফাত জাহানের সভাপতিত্বে বই মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের
সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি তার বক্তব্যে, ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিচারণের পাশাপাশি ভাষা আন্দোলনে ছাত্র সমাজের আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি। তিনি আরো বলেন, ভবিষ্যতে সোনার বাংলার নেতৃত্ব দেবে যারা, তাদের বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। শিশুদের মাঝেও বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্ধসঢ়;বান জানান তিনি।
পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ ও সাবিনা ইয়াসমিন বিনুর সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম, কবি সাহিত্যিক এম রহমতউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিঞা প্রমুখ।
এ সময় উপজেলা পাবলিক লাইব্রেরির প্রকাশনায় ‘বর্ণমালা’ ও কবি হাদিউল হৃদয় এর সম্পাদনায় ‘হৃদয়ে চলন’ নামক দুটি পত্রিকা মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধন অনুুষ্ঠান শেষে মেলার প্রতিটা স্টল পরিদর্শন এবং বই কিনে পুরস্কার করেন অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি।