তাড়াশে ফুটবল টুর্নামেন্টে গরু, ছাগল ও হাঁস পুরস্কার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে অনুষ্ঠিত হয়েছে অধ্যাপক ড. মো: হোসেন মনসুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এলাকার যুব সমাজকে মাদক ছেড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার প্রতি আগ্রহী করার লক্ষেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা শেখ মুজিব আইডিয়াল সরকারি কলেজ। সার্বিকভাবে সহযোগিতা করেন বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ওই কলেজের প্রতিষ্ঠাতা ড. হোসেন মনসুরের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। খেলা শেষে বিজয়ী দলের টিম লিডার রফিকুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। পুরস্কার হিসেবে বিজীয় দলেকে একটি গরু, রানার্সআপকে একটি ছাগল ও ম্যান অব দ্যা ম্যাচকে একটি হাঁস উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন সরকার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, উল্লাপাড়া সার্কেল এসপি গোলাম রহমান, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, থান অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, তদন্ত পরিদর্শক মোয়াজ্জেম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামীম হোসেন আকাশ প্রমূখ। নভেম্বর মাসের ৮ তারিখে টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় কুসুম্বী পূর্বপাড়া ফুটবল একাদশ ৪-৩ গোলে গুল্টা আদিবাসী ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়। খেলা দেখতে হাজার হাজার দর্শক মাঠে ভিড় করে। এমনকি মাঠে জায়গা না পাওয়ায় পাশে বিভিন্ন গাছে চড়ে ফুটবল প্রেমীরা খেলা দেখেন।