তাড়াশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
লুৎফর রহমান, তাড়াশঃ
তাড়াশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের লীগের সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আব্দুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি খোন্দকার আব্দুস সামাদ,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম লাবু, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য হোসেনে আরা পারভীন লাভলী উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ,সহ আরো অনেকে।