তাড়াশে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা
মাসুদ রেজা, নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিপক্ষের আঘাতে গোলবার হোসেন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে শাকিল (১৭)।
বুধবার (২০ জুলাই) রাতে তাড়াশ উপজেলার দেশী গ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলবার হোসেন ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। নিহত গোলবারের ছেলে শাকিলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলবার হোসেনের সঙ্গে একই গ্রামের দেলোয়ার হোসেনের টাকা-পয়সার লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল। এসব বিষয় নিয়ে বুধবার রাতে আড়ংগাইল বাজারে গোলবার ও তার ছেলে শাকিলের সাথে দেলোয়ার হোসেন ও তার ছেলে আল-আমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেলোয়ার হোসেন ও তার লোকজন লাঠিসোটা নিয়ে গোলবার ও তার ছেলে শাকিলের উপর হামলা করে। হামলায় বাবা-ছেলে গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে গোলবার হোসেন মারা যান। আহত শাকিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে রাত ১২টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছেদ