তাড়াশ

তাড়াশে পুজাঁ উদযাপন পরিষদের ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ ঃ

সিরাজগঞ্জের তাড়াশে পুজাঁ উদযাপন পরিষদের সদর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৩ (মার্চ) বুধবার বিকেলে তাড়াশ সদর ইউনিয়নের আয়োজনে শ্রীকৃষ্টপুর গোবিন্দ মন্দিরে শ্রী ভুলনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি আশুতোষ সান্যাল, সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর টুটুল, উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক ও তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সনাতন দাশ,উপজেলা আওয়ামীলের সদস্য জহরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মীর বকুল প্রমুখ।

সম্মেলনে সর্বসম্মতি ক্রমে সুজন কুমারকে সভাপতি, রনজিত বসাক সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক রজনী বসাক, মহিলা সম্পাদিকা শ্রীমতি বালা ও জয়ন্ত বসাককে কোষাধাক্ষ্য করে ৪১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।