তাড়াশ

তাড়াশে নৌকায় ভোট না দেয়ায় বাবা মেয়ে কে পিটিয়ে আহত করলেন চেয়ারম্যানের লোকজন

তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদ্য সমাপ্ত ৭ম ধাপের ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করার অভিযোগে নির্বাচিত আওয়ামী সমর্থিত চেয়ারম্যানের সমর্থকরা এক কৃষক ও তার মাদ্রাসা পড়–য়া মেয়ে কে পিটিয়ে গুরুতর আহত করেছে।

ঘটনার পর তাদের কে স্থানীয়রা উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২০ ফেব্রæয়ারি) আনুমানিক দেড় টার সময় উপজেলার মাধাইনগর ইউপির কাস্তা বাজার এলাকায়।

এ ঘটনায় তাড়াশ থানায় মামলার প্রস্তুতি চলছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে ভর্তি থাকা ওই কৃষকের মেয়ে তাড়াশ ফাজিল মাদ্রাসার ছাত্রী মোছা: নূরুন্নাহার বলেন, তিনি তার বাবার মোটর সাইকেলে তাড়াশ উপজেলা সদর থেকে নিজ বাড়ি গুড়মা গ্রামে ফিরছিলেন। পথে কাস্তা বাজারে পৌঁচ্ছা মাত্র নব নির্বাচিত নৌকা মার্কার চেয়ারম্যান মো: হাবিলুর রহমান হাবিবের সমর্থক কাস্তা গ্রামের বাসিন্দা মো: পাশা (৪০) ও তার ছেলে শাকিল (১৮) মোটর সাইকেল থামিয়ে, নৌকায় ভোট না দেয়ার অপরাধে লাঠি দিয়ে পিটিয়ে তাদের কে গুরুতর আহত করে।

এলাকাবাসী তাদের কে উদ্ধার করেন। এ প্রসঙ্গে নব নির্বাচিত চেয়ারম্যান মো: হাবিলুর রহমান হাবিব বলেন, ঘটনাটি আমি শুনেছি। ওরা বিএনপি করে নির্বাচন নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে। আমি বিচার দিতে চেয়েছি। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফজলে আশিক বলেন, এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।