তাড়াশে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা
তাড়াশ প্রতিনিধিঃ
আসন্ন ৫ জানুয়ারী পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাাম ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল কুদ্দুস সরকার ও দুই ইউপি সদস্য প্রার্থী মোট তিন জনকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার দায়ে ভ্রাম্যমান জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা জান্নাতুল ফেরদদৌস।
জানা গেছে, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা নামক স্থানে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বড় আকারের ব্যানার ও দেওয়ালে পোষ্টা লাগানো অপরাধে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল কুদ্দুস সরকারকে এক হাজার টাকা ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করা হয়।
অপর দিকে ওই একই ইউনিয়নের ইউপি সদস্য প্রার্থীফুটবল প্রতীকের মো. আব্দুল হালিম সরকার ও ফ্যান প্রতীকের মো. আলম আকন্দকে বড় আকারের ব্যানার লাগানোর অপরাধে তাদের দু’জনকে পাঁচশ টাকা করে ভ্রাম্যমান আদালত জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদদৌস বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অপরাধে তাদের জরিমানা করা হয়েছে।