তাড়াশ

তাড়াশে দ্রুত গতিতে মটর সাইকেল চালাতে গিয়ে ৩জন নিহত ,আহত ২০

লুৎফর রহমান, তাড়াশ

ঈদের আনন্দে বেড়াতে গিয়ে সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়াভাবে মটরসাইকেল চালানোর সময়ে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত ও অন্তত ২০জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আববুক্কারের ছেলে মেহেদী হাসান (১৭) ও মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মোজাহার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১৪)। মঙ্গলবার (৩এপ্রিল) বিকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় ও তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে বেরখালী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রাত দশটার দিকে তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আহত রাকিব হোসেন (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পৃথক দুর্ঘটনায় আহতরা হলেন উপজেলার রাজ্জাকের ছেলে রনি আহমেদ (১৬), একই উপজেলার উজ্জল (১৯), শহিদুল ইসলাম (১৮), গোলাম হোসেন(১৪), রায়ঘ্জের ভুইয়াগাতী গ্রামের রবিউল ইসলাম (৩৪), তাড়াশ উপজেলার শুভার গ্রামের রায়হান আলী (৪০), জিম আহমেদ (১৮) ও রাকিব হোসেন (২৫)সহ অন্তত ২০জন ।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের আনন্দ করার জন্য উঠতি বয়সী ছেলেরা বিভিন্ন সড়কে বেপরোয়াভাবে মটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে চালানোর সময়ে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালী নামক এলাকায় দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হন ও দুইজন আহতরা হন। নিহত তাড়াশ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন,বিভিন্ন সড়কে আমাদের টহল অব্যহত রয়েছে। এসব দ্রুতগতি যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে। এছাড়া নিহতের বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হচ্ছে।