তাড়াশে ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাইÑ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। স্লোগানে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপাপ্ত) ও পৌর প্রশাসক ওবায়দুল্লাহ’র নেতৃত্বে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর সচিব আশরাফুল ইসলাম ভূইয়াসহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক অন্যান্য পেশার সাধারণ মানুষ।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপাপ্ত) ও পৌর প্রশাসক মো: ওবায়দুল্লাহ বলেন, প্রতিটি এলাকায় মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালাতে হবে। লোকজনকে এ বিষয়ে সচেতন করতে হবে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মশক নিধন ও পরিচ্ছন্ন কার্যক্রম চালাতে নিদের্শনা দিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে এবং সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।