তাড়াশ

তাড়াশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাছ বিক্রেতার মৃত্যু

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসান আলী (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় এই মর্মান্তিক দুঘর্টনা ঘটে।

নিহত হাসান আলী মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদেসৈয়দপুর সীমাপাড়ার রহম আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিহত হাসান আলী নসিমন গাড়ীতে চড়ে মহিষলুটিতে মাছ কেনার জন্য রওনা দেন। মাঝ রাস্তায় মান্নাননগর এলাকায় নসিমন গাড়ীটি উল্টে যায়। এ সময় হাসান গাড়ী থেকে লাফিয়ে মহাসড়ক পার হওয়ার জন্য দৌড় দিলে চলন্ত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরন করেন।

দ্রুতগতি সম্পন্ন ঘাতক ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে যায় । এ সময় স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিহত হাসানের বাড়ীতে নিয়ে যান। এ সময় নিহতের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে পরিবেশ।