তাড়াশে ঝড়-বৃষ্টি: ক্ষেতেই ডুবছে কৃষকের স্বপ্ন
হাদিউল হৃদয়, তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। ঝড়-বৃষ্টিতে ক্ষেতে ঝরে পড়ছে বোরো ধান। শ্রমিক সংকটে বিলম্বিত হচ্ছে ধান কাটা ও মাড়াই করা। ফলে ধানের কাঙ্খিত ফলন পাচ্ছে না কৃষক।
চলতি বোরো মওসুমে ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও ধান কাটার জন্য শ্রমিক না পাওয়ায় সেই হাসি দু:খে পরিণত হচ্ছে। একদিকে মাঠে পাকা ধান অন্য দিকে শুরু হয়েছে টানা ঝড়-বৃষ্টি। শ্রমিক মিললেও উচ্চ মজুরির কারণে বিপাকে পড়েছেন চাষীরা।
শনিবার দুপুরে উপজেলার তালম ইউনিয়নে ঘুরে এমন চিত্র দেখা যায়Ñ বিভিন্ন স্থানের ধান বৃষ্টির পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। আবার অনেকেই ধান কাটার পরেও মাড়াইয়ের কাজ করতে পারছেন না ফলে ওই সব ধানে চারা গাছ গজিয়ে ধান নষ্ট হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ ধান সিদ্ধ করে শুকাতে পারছে না এই বৃষ্টির কারণে। এ অবস্থা চলতে থাকলে বহু কৃষক পরিবার ক্ষতিগ্রস্থ হবে।
উপজেলার পাড়িল গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মতিবর আলী জানান, তিন বিঘা জমিতে মিনিকিট ধান চাষ করেছিলেন। দুই বিঘা জমির ধান কাটতে পেরেছেন। বাকি ক্ষেত তলিয়ে গেছে। সেসব জমির ধান পাওয়ার আশা নেই।
তবে বৈরি আবহাওয়ায় ফলনে খুব একটা ঘাটতি হবে না বলে দাবি করেছেন তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম। তিনি বলেন, শুধু তাড়াশ উপজেলায় নয়, সারাদেশে বৃষ্টি হচ্ছে। তবে এতে লক্ষ্যমাত্রা অর্জনে কোনো ঘাটতি থাকবে না। আমরা কৃষকদের খড়ের আশা ছেড়ে দিয়ে দ্রুত ধান কাটার নেওয়ার পরামর্শ দিচ্ছি।