তাড়াশে জাতীয় শোক দিবস পালন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
গভীর শোক ও বিনম্র শ্রদ্ধায় সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
এরপর তাড়াশ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক পদযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় নেতা-কর্মীরা শোককে শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় স্লোগান দেন।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ, সাবেক সংসদ সদস্য গাজী ম, ম, আমজাদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সহ-সভাপতি আকবর আলী মাস্টার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রজত ঘোষ, সাংগঠনিক সম্পাদক মো: শাহানুর রহমান খান লাবু, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাত হোসেন বিদ্যুৎ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি প্রমূখ।
এদিকে, আলাদাভাবে জাতীয় শোক দিবস পালন করছে তাড়াশ উপজেলা প্রশাসন। “যতকাল রবে পদ্মা, মেঘনা, গৌরী বহমান-ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান” এই শ্লোগান নিয়ে তাড়াশ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াছমিন, কৃষি অফিসার সাইফুল ইসলাম, মৎস্য অফিসার হাফিজুর রহমান, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আবু হানিফ, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।