তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
লুৎফর রহমান, তাড়াশ :
‘‘দক্ষ যুব সমৃদ্ধদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় যুব দিবস পালিত হয়েছে । রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস-চেয়ারম্যান আনোয়ার খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ,কৃষি সম্পসারণ কর্মকর্তা নাগিব মাহফুজ, সমাজ সেবা কর্মকর্তা কে.এম মনিরুজ্জামান নারী নেত্রী মিনতী রানী বসাক প্রমূখ।