তাড়াশ

তাড়াশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

লুৎফর রহমান, তাড়াশ:

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮(আগষ্ট) শনিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তাড়াশ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি প্রভাষক সনাতন দাস, দৈনিক সমকালের প্রতিনিধি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মোতালেব হোসাইন মামুন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি লুৎফর রহমান, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ খান জয়সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ।