তাড়াশে চোলাই মদের ভাটি গুড়িয়ে দিয়েছে মহিলা মেম্বার
তাড়াশ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশে যুবকদের সাথে নিয়ে চোলাই মদের ভাটি গুড়িয়ে দিয়েছে ইউপি সদস্য মালতী রানী উরাঁও।শুক্রবার দুপুরে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা মিশনপাড়ায় ২৭ জন যুবকদের নিয়ে ইউপি সদস্য মালতী রানী উরাঁও ৫টি চোলাই মদের ভাটি গুড়িয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মদ নিয়ে মারামারি হওয়ার পর একজন ছেলে গলায় দড়ি দিতে চায়। ওই বিচার করতে গিয়ে বিচারকগণসহ এলাকার ২৭ জন যুবক মিলে ৫টি মদের ভাটিগুলো ভেঙ্গে দেয়, যেন আর মদ তৈরি না করতে পারে।
ইউপি সদস্য মালতী রানী উরাঁও বলেন, গুল্টা মিশনপাড়ায় গড়ে উঠেছে মাদক আস্তানা। ওই আস্তানাগুলোতে জড়ো হয় মাদক সেবী ও নেশাখোর। প্রতিদিন সন্ধ্যা নামলেই এ আস্তানাগুলোতে বসে নেশাখোরদের আড্ডা। মাদকের উৎকট দুর্গন্ধে পাড়াটিতে বসবাসকারী ও পথচারীরা অতিষ্ঠ এই কারণে আমরা গিয়ে ভাটিগুলোকে গুড়িয়ে দিয়েছি। এব্যাপারে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, থানায় এখনও কেউ কোন অভিযোগ করেনি। মাদকের বিরুদ্ধে আমরা খুবই কঠোর অবস্থানে। মদ তৈরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মহিলা মেম্বার একটি ভালো কাজ করেছে। আমি খুশি হয়েছি।এভাবে প্রতিবাদ করলে এসব হ্রাস পাবে সমাজ থেকে।