তাড়াশে গৃহবধুর লাশ উদ্ধার
তাড়াশে আমিনা খাতুন (২৪) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আমিনা খাতুন ওই গ্রামের মোক্তার হোসেনের স্ত্রীর ও দুই সন্তানের জননী।
সোমবার বেলা ১১ টার দিকে তাড়াশ থানার এসআই নিয়ামুল ইসলাম উপজেলা নওগাঁ ইউনিয়নের গোয়ালগ্রামের নিজ বাড়ী থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। নওগাঁ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে গৃহবধু আমিনার স্বামী মোক্তার হোসেনের সাথে পারিবারীক বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ওই গৃহবধু অভিমানে কীটনাশক পান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে মুমূর্ষ অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। সোমবার পুলিশ খবর পেয়ে গৃহবধুর লাশ তার নিজ বাড়ী থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। তাড়াশ থানার এসআই নিয়ামুল ইসলাম জানান এ ব্যপারে তাড়াশ থানায় একটি ইউডি মামলা হয়েছে।