তাড়াশে গণস্বাক্ষর খালেদা জিয়ার মুক্তির দাবিতে…
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা বাজারে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক স ম আফসার আলী।
কর্মসূচি উপলক্ষে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সহ-সভাপতি রেজাব আলী আকন্দ, যুবদলের উপদেষ্টা আব্দুল হাকিম, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক জিয়াউর রহমান জিয়া, বারুহাস ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফুল ইসলাম, তালম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোরহাব আলী,তালম ইউপি ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আশরাফুল ইসলাম, তালম ইউনিয়ন যুবদলের সহসভাপতি দিদার আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।