তাড়াশে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ
লুৎফর রহমান, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাত ১২টা ১মিনিটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার সাধারণ সম্পাদক সনজিত কর্মকার তাড়াশ থানা ফজলে আশিক।এরপর পর্যায়ক্রমে উপজেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগ শ্রমিক লীগ বিভিন্ন প্রেসক্লাব শিক্ষা প্রতিষ্ঠানের অক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। অপরদিকে সকাল সাতটায় উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও পৌর ছাত্রদলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ তিন আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ থানা ওসি আশিক, মাগুরা বিনোদন ইউনিয়ন পরিষদ মেহেদি হাসান ম্যাগনেট, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।