তাড়াশে কৃষি প্রযুক্তি মেলা
লুৎফর রহমান, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে তাড়াশ কৃষি সম্প্রসারণের আয়োজনে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো. আব্দুল আজিজ।
উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস ,উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার এস এম নাগিব মাহফুজ ও আব্দুল মমিন সহ আরো অনেকে। প্রধান অতিথি এ সময় তিনি বলেন, দেশে কৃষির উৎপাদন বেড়েছে। বর্তমান সরকার কৃষিতে পর্যাপ্ত ভর্তুকির মাধ্যমে যথাসময়ে কৃষকের চাহিদা অনুযায়ী সার-বীজ ও কীটনাশক সরবরাহ করে যাচ্ছে। তিনি বলেন, এই মেলার মাধ্যমে সরকারের কৃষি এবং অর্থনীতির উন্নয়নের তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছাবে।