তাড়াশ

তাড়াশে একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তাড়াশ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের তাড়াশে চৌড়া রণতরী ক্লাবের আয়োজনে একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সারা দিন ব্যাপী উপজেলার চৌড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে ওই ফুটবল টুর্নামেন্ট দিন ব্যাপী অনুষ্ঠি হয়। এ খেলায় আটটি দল অংশ গ্রহন করে। পরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা একাদশ ও তাড়াশ উপজেলার উত্তর শ্যামপুর একাদশ দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চান্দাইকোনা ফুটবল একাদশ এক গোলে বিজয়ী হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টে আ’লীগ নেতা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, তালম ইউনিয়নের চেয়ারম্যানের প্রতিনিধি বড় ছেলে মো. ইউনুস জামান। বিশেষ অতিথি ছিলেন, তালম ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি প্রভাষক মো. আব্দুল আজিজ, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাস, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়। আরো উপস্থিত ছিলেন তালম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির সরকার, সাবেক ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম ও মো. আব্দুল মতিন প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরুস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানাস আপ দালের হাতে একটি এলইডি মনিটর তুলে দেওয়া হয়।
লুৎফর রহমান
তাড়াশ
১৮.১১.২০২১