তাড়াশে ঋণ পরিশোধ করতে না পেরে যুবকের আত্নহত্যা
সিরাজগঞ্জের তাড়াশে ঋণের দায়ে মিলন আহমেদ (৩৩)নামে এক যুবক কিটনাশক পানে আত্নহত্যা করেছে।সে তাড়াশ পৌরসভা এলাকার নিকারী পাড়ার আমজাদ হোসেনের ছেলে।
তাড়াশ সদর ইউপি সদস্য বকুল হোসেন জানান, তার ভাগ্নে মিলন আহমেদ মৎস্য ব্যবসা করতে গিয়ে কয়েক লক্ষ টাকা ঋণগ্রস্থ হয়ে পড়ে। ঋণের টাকা পরিষোধ করতে না পেরে শনিবার সকালে কীটনাশক পান করে। পরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। শনিবার বিকাল ৫টার দিকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীনবস্থায় তার মৃত্যু হয়।