তাড়াশে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে অাটক করেছে র্যাব-১২
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশের পল্লীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে অাটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর অাভিযানিক দল ।
অাটককৃতরা হলেন- তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামের মো. আহম্মদ আলীর ছেলে মো. আস্তাহার আলী (৩৬) ও দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান (চারমাথা) গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে মো. হাবিবুর রহমান (২৮)। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার কাস্তা বাজারে মো. আস্তাহার আলীর মুদিখানার দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে ও হাবিবুর রহমানকে ৭৬ পিচ ইয়াবাসহ অাটক করা হয়। এ সময় তাদের কাছে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করা হয়। পরে মাদক তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয় হয়েছে। তাড়াশ থানার ওসি মো. ফজলে অাশিক জানান, অাটককৃতদের বিকেলে সিরাজগঞ্জ অাদালতে পাঠানো হয়েছে।