তাড়াশ

তাড়াশে আগুনে তিন‌টি মোটরসাই‌কেলসহ পুড়ল দোকান

লুৎফর রহমান, তাড়াশ:

সিরাজগঞ্জের তাড়াশে শর্টসার্কিট থেকে মোটরসাই‌কেল ম্যাকা‌নিকের দোকানে আগুন লেগে তিনটি মোটরসাই‌কেলসহ প্রায় আট লাখ টাকার মালপত্র পুড়ে গেছে।

বৃহস্প‌তিবার (১৬ জুন) ভোর ৪টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, বারুহাস ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়া‌রম্যান মো. ময়নুল হক।

স্থানীয়রা জানায়, ভো‌রে মোটরসাই‌কেল ম্যাকা‌নিক্যাল মো. হা‌নিফের দোকা‌নে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তের মধ্যে সব দোকানে ছড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে লোকজন তাড়াশ ফায়ার স্টেশনে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে দোকানের ভিতরে তিনটি মোটরসাইক, ম‌বেলসহ প্রায় আট লাখ টাকার মালপত্র পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন।

এ প্রস‌ঙ্গে ফায়ার সার্ভিস কর্মকর্তা রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।