তাড়াশ

তাড়াশে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

লুৎফর রহমান, তাড়াশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে বিজয় শোভাযাত্রা করেছেন উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরে আসে শোভাযাত্রাটি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রজত ঘোষ, শাহীনুর রহমান লাবু, পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, সাবেক মহিলা সম্পাদিকা হোসনেআরা নাসরিন দোলন, উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক শিল্পী খাতুন প্রমূখ।