তাড়াশে অভিমান করে কিশোরের আত্মহত্যা
লুৎফর রহমান,তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে পরিবারের ওপর অভিমান করে আকাশ আহমেদ (১৭) নামের এক কিশোর কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাতে উপজেলার তাড়াশ পৌর সদরের নিকারীপাড়া এ ঘটনা ঘটে। তিনি ওই পাড়ার আক্কেল আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মকুল হোসেন জানান, আকাশ আহমেদ তার বাবা-মায়ের অভিমান করে শুক্রবার সন্ধ্যায় কীটনাশক পান করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে মারা যায় তিনি।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কিশোরের কীটনাশক পানে আত্মহত্যা বিষয়টি আমার জানা নেই।