তাড়াশ

তাড়াশে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘প্রাণীসম্পদ প্রদর্শনী’

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

“দুধ, ডিম, মাংস খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘প্রাণীসম্পদ প্রদর্শনী’।

বুধবার উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় চত্বরে ‘প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’(এলডিডিপি) এর সহযোগীতায় উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে ওই দিনব্যাপী ‘প্রাণীসম্পদ প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণীসম্পদ প্রদর্শনীর বাস্তবায়ন কমিটির সভাপতি মো. মেজবাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি। বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সোহেল আলম, ভেটেনারী সার্জন মো. শরিফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান শেষে সফল খামারীদের মাঝে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি পুরুষ্কার বিতরণ করেন।