তাড়াশ

তাড়াশের লুুৎফর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগ‌ঞ্জের তাড়া‌শ উপজেলার তালম ইউনিয়নের মানিকচাপর গ্রামের লুৎফর রহমান ঢাকা মেডিকেল হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মানিকচাপর গ্রামে বসতবাড়ি দখল নেওয়া কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আফাজ উদ্দিনের বড় ছেলে লুৎফুর রহমান গুরুতর আঘাত পেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ট করে। অজ্ঞান অবস্থায় দীর্ঘ ১০ দিন যাবৎ ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন আছে।
এ বিষয় তাড়াশ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, মামলা
হয়েছে। আমরা আসামী ধরার চেষ্টা করেছি কিন্তু আসামীরা পলাতক অবস্থায়
জামিন নিয়েছে।