সিরাজগঞ্জ

তাহলে কি হতে পারে বিএনপি’র ভবিষ্যৎ? -খন্দকার সেলিম জাহাঙ্গীর

শুভ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টারঃ

বর্তমান রাজনীতি ও বিএনপির ভবিষ্যতে কি হতে পারে বা কি করনীয় সে সম্পর্কেই নিজের কিছু মতামত তার নিজস্ব ফেইসবুক আইডিতে তুলে ধরেছেন তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি জনাব খন্দকার সেলিম জাহাঙ্গীর। পাঠকদের জন্য তা হুবুহু তুলে ধরা হলো।

আমার ধারনা মতে তারেক রহমান এখন দেশে আসবেন না, বেগম খালেদা জিয়াকে মুক্তিও দেবে না বর্তমান সরকার । বেগম জিয়া মুক্তির আন্দোলন দেশে অবস্থিত নেতারা জীবনের ঝুঁকি নিয়ে করবেন ও না শুধু শোআপ আন্দোলন করবেন যা দিয়ে দেশ নেত্রীর মুক্তি হবে না । আন্দোলন করতে হলে ডা: জোবায়দা রহমানকে দেশে এসে বিএনপির নেতৃত্ব দিতে হবে তবে ডা: জোবায়দা রহমান ও দেশে এসে আন্দোলন করবেন না । শরমীলা রহমান শিথি এসে বিএনপির হাল ধরতে এবং আন্দোলন করতে রাজি আছেন সম্ভবত তারেক রহমান তাতে রাজি নন ।তাহলে কি হতে পারে বিএনপির ভবিষ্যত ???? এটা একটা বরো প্রশ্ন ?? এদিকে জনগণ আওয়ামীলীগ কে আর ক্ষমতায় দেখতে চায় না । ৮০% জনগণ এখন লীগ বিদ্বেশী তারা বিকল্প হিসাবে বিএনপি ব্যতীত অন্য কোন দল দেখছে না । বিএনপি আন্দোলন করে সরকার পতন করতেও পারছে না । জাতী এখন দিশে হারা । জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তি ঐক্য বদ্ধ হয়ে স্বৈরচার পতনের জন্য কাজ করা জাতীয় প্রয়োজন হয়ে দারিয়েছে । এখনি সময় সিদ্ধান্ত নেবার । এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার । স্বাধীনতা যুদ্ধ কিন্ত এদেশের তৎকালিন যুবকেরাই করেছিল সেটা মনে হয় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভুলে গেছেন । মু্ক্তি যুদ্ধ যখন হয়েছিল তখন শেখ মুজিবুর রহমান সাহেবের বয়স কত ছিল ? শহীদ জিয়াউর রহমানের বয়স কত ছিল ? কর্নেল ওসমানির বয়স কত ছিল ? বৃদ্ধদের নিয়ে বিএনপির এতো টানা টানির কারন কি ? কয়জন ব্যবসায়ী তৎকালে মুক্তি যুদ্ধে অংশ গ্রহন করেছিল ? বগুরা জেলাকে আবার কেন বিশিস্ট ব্যবসায়ী শিল্প পতিকে গোলাম মোহাম্মদ সিরাজ কে দেয়া হলো ? এ সকল প্রশ্নের উত্তর কে দেবেন কারা বন্ধি চেয়ারপারশন / ভারপ্রাপ্ত চেয়ারপারশন নাকি মহাসচিব ????????? সেনা বাহিনীর প্রধান মঈন ইউ আহম্মেদ , পুলিশ বাহিনীর প্রধান নূরমোহাম্মদ ,বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফকরুদ্দীন কে কে বা কাহারা নিয়োগ দিয়েছিলেন ?? ভুল করতে করতে মা জেলে আপনি বিদেশে লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আমাদের এগুনোর রাস্তা কোন টা ? এখনো যদি এরূপ ভুল হতেই থাকে আমাদের ঠিকানা া হবে কোথায় ? প্রিয় নেতা তারেক রহমান ভাইয়ের কাছে প্রশ্ন

: ১. ৭০ উর্ধ নেতাদের দলের সরা সরি দায়িত্ব থেকে কি বাদ দিয়ে দলের উপদেষ্টা করতে পারবেন ?

২.৭০ উর্ধ বয়সী নেতাদের কি দলের নমিনেশন থেকে বাদ দিতে পারবেন ?

৩. বিএনপি সহ অংগ দলের সকল পকেট কমিটি বাতিল করে গণতান্ত্রিক কমিটি গঠনের প্রথা চালু করতে পারবেন ?

৪. আপনার স্ত্রী জোবায়দা রহমান অথবা শরমিলা রহমান কে কি দলের নেত্ৃত্ব্ দিতে পারবেন

৫. দলের নেতৃত্ব ব্যবসায়ীদের বাদ দিয়ে কি প্রকৃত রাজনীতিবিদ দের হাতে দিতে পারবেন ?

পারলে দেশ ও জাতীর মংগল হবে , না পারলে বিএনপির অমঙ্গল হবেই হবে রোধ করতে পারবেন না ।

খন্দকার সেলিম জাহাংগীর সভাপতি ,তারাশ উপজেলা বিএনপি ,সিরাজগন্জ